ঢাকা, বুধবার, ১৫ মে, ২০২৪

কঠোর লকডাউনের চতুর্থদিনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

লকডাউনের চতুর্থদিনে হবিগঞ্জ জেলায় কঠোর অবস্থানে দেখা গেছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রবিবার ৪ জুলাই সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক জনমানব শূন্য ও বিপনি বিতানগুলো বন্ধ দেখা গেছে।


সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় রয়েছে। চলছে ভ্রাম্যমাণ আদালত। কোভিড - ১৯ মোকাবেলায় বিধি/ নিষেধ বাস্তবায়নে অব্যাহত রয়েছে টহল এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম।

আজ সমগ্র জেলায় বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০০ জন ব্যক্তিকে মোট ৭৮,২০০/- (আটাত্তর হাজার দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ads

Our Facebook Page